Type to search

যশোরে ১০ কেজি গাঁজা উদ্ধার

অপরাধ

যশোরে ১০ কেজি গাঁজা উদ্ধার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চৌগাছা থানাধীন চাঁনপুর মোড় থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় চৌগাছা থানাধীন চাঁনপুর মোড়ে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল সংগীয় ফোর্সদের নিয়ে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় চৌগাছা থানাধীন চাঁনপুর মোড়ে অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে যার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *