Type to search

যশোরে শুন্য বর্জ(বর্জবিহীম)দিবস পালন

যশোর

যশোরে শুন্য বর্জ(বর্জবিহীম)দিবস পালন

যশোর প্রতিনিধিঃ যশোরের ওয়েফ ফাউন্ডেশন আয়োজনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শুন্য বর্জ(বর্জবিহীন) দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) বিকাল ৩ টার সময় ওয়েব ফাউন্ডেশনের রিজিওনাল অফিসে ২০২৩ সালে বর্জ হ্রাস ও বর্জ ব্যবস্থাপনায় যথাযথভাবে পরিবেশ সম্মত চর্চা করাই
দিবসটির প্রতিপাদ্য ছিল পালন করা হয়। জাতিসংষে এই দিবসটি এ বছরে প্রথম সারাবিশ্ব পালিত হচছে। ওয়েফ ফাউন্ডেশন এক আলোচনা সভায় ওয়াটার ওআরজি এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু আসলাম,প্রোগ্রাম ম্যানেজার সৌম্যশ্রী চট্টোপাধ্যায়, ওয়েফ ফাউন্ডেশন এর এ্যাকসেস প্রকল্প
সমন্বয়কার আলোচনা করেন। উল্লেখ্য ওয়েব ফাউন্ডেশন গ্রামীন পর্যায়ে পরিবারসমূহকে পরিবার পর্যায়ে বর্জ হ্রাস ও বর্জ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় সচেতনতা ও চর্চা করার জন্য আগামী জুন মাসে থেকে উদ্বুদ্ধকরন কার্যক্রম শুরু করাহবে। অনুষ্ঠানের অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার বিকাশ চন্দ্র কুন্ডু, এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম,ফিল্ড মনিটর আজিজুর রহমান, শামিম আজাদ,নাহিদ ফতেমা,আক্তারুজ্জামান, টেকনিক্যাল অফিসার প্রকৌশলী খালিদ হাসান, হিসাব প্রশাসনিক কর্মকর্তা শাহিনুল ইসলস প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *