Type to search

যশোরে র্্যাবের অভিযানে মাদক সহ একজন গ্রেফতার

যশোর

যশোরে র্্যাবের অভিযানে মাদক সহ একজন গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টার- গত রোববার রাতে যশোরে র‌্যাবের  সিপিসি-৩, যশোর ক্যাম্পের  কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে  একটি আভিযানিক দল যশোর জেলার চৌগাছা থানাধীন  পোড়াপাড়া সাকিনস্থ খালপাড়া গ্রামের পলাতক আসামী সাইদুল মুন্সির একতলা বসত ঘরে  অভিযান চালিয়ে মোঃ শমসের মন্ডল অরফে শমসের আলী (২৫), পিতা-নূর মোহাম্মদ, সাং-শুকপুকুরিয়া, থানা- চৌগাছা, জেলা- যশোর‘কে (ক) ০১ টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৮৭ (সাতাশি) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল (খ) ০১ টি লাল রংয়ের পালসার ১৫০ সিসি মোটর সাইকেল (গ)মাদক বিক্রত  নগদ= ১১৫০/- টাকা (ঘ)  ০১টি মোবাইল এবং০১টি সীম সহ  গ্রেফতার করা হয়। ধৃত আসামী ও জব্দকৃত মালামাল যশোর জেলার চৌগাছা থানায়  হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪ (গ)/৩৮ধারায় মামলা হয়।