যশোরে মেডিকেলছাত্রীর লাশ উদ্ধার

এ বিষয়ে জানতে চাইলে আদ্-দ্বীনের পরিচালক ফজলুল হক বলেন, ওই শিক্ষার্থী কলেজের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ফজলুল হক আরও বলেন, ‘আজ দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। তিনি (সীমা) তাঁর বান্ধবীদের কাছে বলেছিলেন, তাঁর মন ভালো নেই। কারণ, পরীক্ষার প্রস্তুতি তাঁর ভালো ছিল না। তিনি পাস করতে পারবেন না। ধারণা করা হচ্ছে, এ জন্য তিনি আত্মহত্যা করতে পারেন।’
এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ সীমার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।’