Type to search

যশোরে মারামারিতে ৫ জন আহত

যশোর

যশোরে মারামারিতে ৫ জন আহত

যশোর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মারামারিতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। রোববার সকালে আরবপুর মৎস্য ভবনের সামনে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- সদরের আরবপুর মাঠপাড়ার একপক্ষের অরুন দাস (৪৮), বড় ছেলে সাগর দাস (২৫), ছোট ছেলে সজীব দাস (২২) অপরপক্ষের শিপন কুমার দাস (৩০) ও দিপন কুমার দাস (২৪)।

সাগর দাস বলেন, মৎস্য ভবনের সামনে আব্দুর রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে আমারা পরিবারসহ বসবাস করি। ভাড়া বাড়ির একটি ঘর শিপনকে সাবলেট ভাড়া দেয়া হয়। বারবার বলা সত্বেও তিনি গত চার মাস ঘর ভাড়া না দিলেও বড়িওয়ালাকে প্রতি মাসে ঘর ভাড়া আমাকেই পরিশোধ করতে হচ্ছে। রোববার সকালে পুনরায় ঘর ভাড়ার টাকা চাওয়া হলে তিনি ও তার ছোট ভাই দিপন ধারালো রামদা দিয়ে বাবা অরুন দাসসহ আমাদের দুই ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিপন ও দিপন আহত হয়েছেন।

অপরপক্ষ আহত শিপন দাস জানান, বাড়ির চুলার ধোয়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা আমাদের উপর হামলা করে।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে অরুন দাসের অবস্থা আশঙ্কাজনক