Type to search

যশোরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

আইন ও আদালত

যশোরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জেলার ঝিকরগাছার লাউজানি হতে ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসী রাজিব শেখ (২৬),জিলান শেখ (৫৫) ও হেমায়েত শেখ ওরফে মেহেদী হাসান (৩০)
গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাজিব শেখ পিরোজপুর জেলার সদর উপজেলার নরখালীর মনির শেখের মোঃ জিলান শেখ বাগেরহাট জেলার রামপাল থানার সায়দাবাদের মৃত শেখ আলতাফ হোসেনের ও মেহেদী খুলনা জেলার খান জাহান আলী থানার যোগীপোলের তোরাফ শেখের ছেলে।

ঘটনা ও গ্রেফতারের বিবরণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্ব এসআই মোঃ শাহীনুর রহমান পিপিএম, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এসআই রইচ আহমেদগণের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে নয়টায় ঝিকরগাছা থানাধীন লাউজানির রয়েল এর স’মিলের দক্ষিণ পাশে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ ৩ সন্ত্রাসীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম ঘটনানোর উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রাখে। গ্রেফতারকৃত আসামী রাজিবের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে এবং আসামী মেহেদীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে।