যশোরে বাইসাইকেল পেলো ৭৫ গ্রাম পুলিশ

অপরাজেয় বাংলা ডেক্স : যশের সদর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে যশোর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে ১৫টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, উপ-শহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক লিটু, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহার প্রমুখ।
বাইসাইকেল পেয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রতন কুমার বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম