যশোরে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫
![](https://aparajeyobangla.com/wp-content/uploads/2023/08/Screenshot_20230810-131001_One-UI-Home-820x394.jpg)
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল আনুমানিক সোয়া নয়টায় রূপদিয়া বাজারের সন্নিকটে অবস্থিত পদ্মা ফিলিং স্টেশন ও রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত সকলেই রূপদিয়ার গোপালপুর আদর্শ পাড়ার ও
রুপদিয়া ওয়েলফেয়ার স্কুলের মহিবুল্লাহ (১১), একই এলাকার তানভীর (১৩), নওশীন (১৭), মিথিলা (১৪) এবং ইজিবাইক চালক উজ্জল (৩০)।
আহতদের সাথে সাথে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক।