Type to search

যশোরে পুলিশের আয়োজনে গুজব বিরোধী র‌্যালি

যশোর

যশোরে পুলিশের আয়োজনে গুজব বিরোধী র‌্যালি

 

স্টাফ রিপোর্টার-ছেলে ধরা সন্দেহে যশোরে গুজব প্রতিরোধে র‌্যালি, লিফলেট বিতরণ ও মাইকে প্রচার করেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এ র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

পুলিশ সুপার মইনুল হক বলেন, গত ২২ জুলাই থেকে সচেতনতা মূলক প্রচার প্রচারনা শুরু হলেও মূলত ২৫ জুলাই বৃহস্পতিবার র‌্যালির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হল। শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, গোলাম রব্বানী, যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবার, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি-২২৭ সভাপতি মামুন উর রশিদ বাচ্চু, যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন, ট্রাফিকের ওসি সাখাওয়াত হোসেন, সুভেন্দু কুমার মুন্সি প্রমুখ।

উদ্বোধনী কালে জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ছেলে ধরা সন্দেহে কোন প্রকার গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে থানা পুলিশের নিকট অথবা ৯৯৯ নাম্বারে কল করে জানাতে বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *