যশোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে নানা আয়োজনে পালিত হচ্ছে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ( ২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে যশোর সদর উপজেলার মণিহার চত্ত্বর সংলগ্ন বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক।
এসময় পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী,জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।