যশোরে দ্বিতীয় দিনের মতো চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
“বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান”- এই প্রতিপাদ্য নিয়ে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট বিজয়ের ৫২ বছরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোরের জনগণকে বিমোহিত করছে।
গতকাল থেকে সাংস্কৃতিক পর্বের আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় সাংস্কৃতিক পর্বের দ্বিতীয় দিনে রওশান আলী মঞ্চে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
যশোর জেলাসহ বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সংগীত, নৃত্য, আবৃত্তি, আলেখ্য ও নাটকের সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনায় দর্শক শ্রোতা বিমোহিত হচ্ছেন।
গতকালের অনুষ্ঠানে অভয়নগর ও কেশবপুর উপজেলা অংশ গ্রহন করেছিলেন এবং আজকে মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলার শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যশোরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন তির্যকের নাটক “রাজার মন ভালো নেই” মঞ্চস্থ হয়।
আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত চলবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ সাংস্কৃতিক অনুষ্ঠান।