Type to search

যশোরে ডিবি’র অভিযানে চাঁদাবাজ ভুট্টো চার সহযোগি সহ গ্রেফতার

যশোর

যশোরে ডিবি’র অভিযানে চাঁদাবাজ ভুট্টো চার সহযোগি সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার-কোতয়ালী থানাধীন ফরিদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রহিম (৫৯) এর কোতয়ালী থানা লিখিত অভিযোগ করেন যে, খোড়কী কবরস্থান রোডের একটি বাড়ী নির্মানে এলাকার কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ভুট্টো তার নিকট চাঁদাদাবী ও আদায়করে। এই সংক্রান্তে কোতয়ালী থানার মামলা নং-৫৯ তাং-১৯/০২/২০২০ ইং ধারা-৩২৩/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোডরুজুহয়। এ ঘটনায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএমএঁরনির্দেশক্রমে অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) এরসার্বিকতত্ত্ববধানেঅফিসারইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবি’রএকটি দল ১৯/০২/২০২০ ইংতারিখরাত ২০.৩০ ঘটিকারসময় কোতয়ালী থানাধীন খোড়কী কবরস্থান রোডে অভিযান পরিচালনা করিয়া ভুট্টোর ৩ সহযোগী সহভুট্টো কেহাতেনাতে ধৃতকরে। ভুট্টোরবিরুদ্ধে একাধিকচাঁদাবাজি, চুরি , ছিনতাই ও মাদকমামলাবিজ্ঞআদালতেবিচারাধীনরহিয়াছে।

 

গ্রেফতারকৃত আসামীদের নামঠিকানা ঃ

১। মোকসেদুর রহমান @ ভুট্টো (৩৭), পিতা- মফিজুর রহমান @ মফিজ, ২। হেলাল শেখ (১৯), পিতা- মৃত আমির আলী শেখ ৩। শাহ আলম (২০), পিতা- নুরইসলাম ৪। মিন্টু (২১), পিতা- হাবিব, সর্বসাং- খোড়কী( কারবালা ধোপাপাড়া), থানা- কোতয়ালী, জেলা- যশোর।

খবর বিজ্ঞপ্তির