
অপরাজেয়বাংলা ডেক্স
যশোরের ছাতিয়ানতলা এলাকায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাইদুল ইসলাম (৪০) নামে একজন ট্রলিচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবার) সকালে ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, সকালে সাইদুল ট্রলিতে মাটি বোঝাই করে ছাতিয়ানতলার দিকে যাচ্ছিলেন। ১১টা ৪৫ মিনিটের দিকে ট্রলিটি মল্লিকপাড়া রেল লাইনের ওপর পৌঁছায়। তখন খুলনা থেকে আসা রকেট মেইল ট্রেন ওই ট্রলিটিকে টানতে টানতে প্রায় ২০০ গজ দূরে মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশনে গিয়ে থামে। এতে ট্রলিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং সাইদুল ঘটনাস্থলেই মারা যান। পরে যশোর রেলস্টেশন থেকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত সাইদুল মল্লিক যশোর সদরের ছাতিয়ানতলা মল্লিকপাড়া গ্রামের আতিয়ার আলী মল্লিকের ছেলে।সূত্র,বাংলাট্রিবিউন