Type to search

যশোরে কোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১

জাতীয়

যশোরে কোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বারসহ গ্রেফতার ১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ আন্তর্জাতিক চোরাকারবারি জাহিদুর রহমান পিন্টু (৪৮) কে গ্রেফতার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত জাহিদুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল আনুমানিক তিনটায় মনিরামপুর থানার পৌরসভাস্থ ০৭নং ওয়ার্ডের মোহনপুরের বাধাঘাটা শ্মশান এলাকা অভিযান পরিচালনা করে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ আন্তর্জাতিক সোনা পাচারকারী জাহিদুরকে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ০৭।