Type to search

যশোরে কেশবপুর আসনের উপ নির্বাচনে নায়িকা শাবানার স্বামী মনোনয়ন প্রত্যাশী

যশোর

যশোরে কেশবপুর আসনের উপ নির্বাচনে নায়িকা শাবানার স্বামী মনোনয়ন প্রত্যাশী

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে –
সংসদীয় আসন ৯০ যশোর -৬ কেশবপুর আসনের উপ নির্বাচনে চলচ্চিত্র নায়িকা শাবানার প্রার্থী হওয়ার গুঞ্জণের যবনিকা টেনে নিজেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। মঙ্গলবার সকালে এ দম্পতি কেশবপুরের বড়েঙ্গা গ্রামস্থ নিজ বাড়িতে আসলে সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ওয়াহিদ সাদিক জানান, দলীয় হাই কমান্ডের গ্রীণ সিগন্যাল পেয়ে তিনি নির্বাচনি এলাকায় এসেছেন এবং উপ নির্বাচনে নৌকার টিকিটে তিনি নির্বাচন করবেন। অতিশিঘ্র তিনি নির্বাচনী এলাকায় নিজের বাড়িতে অবস্থান করে নির্বাচনী গণসংযোগ করবেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াহিদ সাদিক পতœী চলচ্চিত্র নায়িকা শাবানা, সাবেক এম পি আব্দুল হালিম। গত ২১ জানুয়ারী যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করায় আসনটি শুণ্য হয়। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন ইসমাত আরা সাদেক কন্যা নওরীণ সাদেক, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ আব্দুর রফিক। ইতোমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমসহ গণসংযোগ চলছে সম্ভাব্য প্রার্থীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *