Type to search

যশোরে কমরেড আইয়ুব হোসেনের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর

যশোরে কমরেড আইয়ুব হোসেনের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: কমরেড আইয়ুব হোসেনের ২৭ তম মৃত্যুবার্ষিকী  আজ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যশোর জেলা কমিটি ও এর সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদার সাথে পালন করেছে। রবিবার  সকাল ১০ টায় জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে নীল রতন ধর রোডস্থ শহীদ আইয়ুব স্মৃতিস্তম্ভ-এ পূস্পমাল্য অর্পণ করা হয়। এসময় এক মিনিটি নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পার্টির শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড শামিম বিস্বাসের সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ আইয়ুবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, যতদিন শহীদ আইয়ুবের স্বপ্ন বাস্তবায়ন না হবে ততদিন ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাবে। অন্যন্যের মধ্যে জেলা যুব মৈত্রী সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস ও জেলা ছাত্র মৈত্রী সভাপতি শ্যামল শর্মা বক্তব্য রাখেন ।
আলেচনা সভার আগে পূস্পমাল্য অর্পণ করেন, বাংলাদেশের  ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দীকি। শহর কমিটির সাধারণ সম্পাদক শামিক বিশ্বাস।  জেলা যুব মৈত্রী সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, সহ- সম্পাদক আব্দুর রশীদ ডলার। ছাত্র মৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, স্কুল বিষয়ক সম্পাদক অমিত রাহা।এম এম কলেজ শাখা সভাপতি অরুপ মিত্র, সিটি কলেজ শাখা নেতা শাহিন হোসেন।  বিশ্বজিত মন্ডল, প্রমুখ