Type to search

যশোরের বাজারে মুখে মাস্ক ছাড়া ঢোকা নিষেধ

যশোর

যশোরের বাজারে মুখে মাস্ক ছাড়া ঢোকা নিষেধ

অপরাজেয় বাংলা ডেক্স : যশোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে ঢুকতে দেওয়া হবে না।

করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় যশোর বড়বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সমিতির নেতারা আজ দুপুরে এক জরুরি সভায় বসেন। সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, পরিস্থিতি সামাল দিতে বড়বাজার, মওলানা মোহাম্মদ আলী (এম এম আলী) রোড, মুজিব সড়ক, রবীন্দ্রনাথ (আরএন) রোডসহ সংলগ্ন এলাকায় মুখে মাস্ক ছাড়া কোনো ক্রেতা-বিক্রেতাকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া প্রতিটি দোকানের সামনে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ করোনা মোকাবিয়ায় প্রয়োজনীয় সামগ্রী রাখতে হবে। এছাড়া যশোর বড়বাজারসহ বিভিন্ন বাজারে প্রবেশদ্বারগুলোতে মাইকিংয়ের ব্যবস্থা রাখতে হবে। দোকানিরা নিজস্ব খরচে বিশেষ করে দড়াটানা মোড়, চৌরাস্তা মোড়ে বিশেষ নিরাপত্তা কর্মী নিয়োগ করে বাজারে আগত লেঅকজনকে শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করবেন।
সভায় বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ছাড়াও শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি তন্ময় সাহা, ছিটকাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বনাথ সাহা, পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রাশিদুল হক রাজু, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সঞ্জয় চৌধুরী, আর এন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সবুজ, কাটপিচ মার্কেট ব্যবসায়ী সমিতির মুন্না, মুজিব সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি তনুজা রহমান মায়া ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে জাহিদ হাসান টুকুন এই তথ্য নিশ্চিত করেন।সূত্র, সুবর্ণভূমি