Type to search

যশোরের জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন

অভয়নগর

যশোরের জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান শাহ্ হাদীউজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন

  1. বিশেষ প্রতিনিধি-
    যশোরের জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ হাদীউজ্জামানের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা মাঠে শাহ হাদীউজ্জামানের বড় ছেলে অভয়নগর উপজেলা চেয়াম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র এনামুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ। তিনি ২০১৭ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। তিনি ৭১ সালের পর থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ দিন ধরে তিনি যশোর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোচনা সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভয়নগরের দলমত নির্বিশেষে সকল শ্রেণীর হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।