যশোরের অভয়নগর প্রেসক্লাব নির্বাচনে চৈতন্য পাল সভাপতি কামরুল ইসলাম সাধারন সম্পাদক
স্টাফ রিপোর্টার-যশোরের অভনগর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে চৈতন্য কুমার পাল (আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: কামরুল ইসলাম (দৈনিক জনতা,অভয়নগর প্রতিনিধি,দৈনিক যশোর স্টাফ রিপোর্টার.অভয়নগর)। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো: আতিয়ার রহমান (আজকালের খবর) যুগ্ম সম্পাদক কাজী ইশতিয়াক আহম্মেদ রনি (প্রতিদিনের কথা) কোষাধ্যক্ষ মিজানুর রহমান (সমাজের কাগজ),দপ্তর মো: আমানুল্লা (ঢাকা প্রতিদিন) ও ক্রীড়া সম্পাদক উৎপল ঘোষ,(দৈনিক এই আমাদের দেশ)সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: শেখ জাকারিয়া রহমান (খুলনা টাইমস), কার্য নির্বাহী সদস্য এইচ এম জুয়েল রানা ( দৈনিক জন্মভুমি),শেখ আব্দুল হালিম বাপ্পী (দৈনিক অনির্বাণ), দেলোয়ার হোসেন দৈনিক বিডি খবর)। গতকাল রোববার সকালে অভয়নগর প্রেসক্লাবে শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় তিন সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা কমিটি গঠিত হয়। তারা হলেন দৈনিক ভোরের কাগজের নওয়াপাড়া প্রতিনিধি এস এম রফিকুল আলম দৈনিক সমকাল নওয়াপাড়া প্রতিনিধি মো: ফারুক হোসেন ও দৈনিক প্রথম আলোর মাসুদ আলম।
সভায় বক্তব্য রাখেন সমকাল নওয়াপাড়া প্রতিনিধি মো: ফারুক হোসেন, প্রথম আলোর মাসুদ আলম, আমাদের সময় অভয়নগর প্রতিনিধি চৈতন্য কুমার পাল, ভোরের কাগজের নওয়াপাড়া প্রতিনিধি এস এম রফিকুল আলম, দৈনিক জনতার কামরুল ইসলাম, আব্দুল হালিম বাপ্পী দৈনিক অনির্বাণ, মো: আমানুল্লাহ প্রমুখ।