যথাযোগ্য মর্যাদায় নাটোরে ঈদ-উল আযহা নামাজ অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি.
নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজ এলাকায় শ্যানালপাড়া ৮.৩০ মিনিটে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
নাটোর কান্দিভিটা মসজিদে ঈদের নামাজ আদায় করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । সিংড়ায় কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ঈদের নামাজ আদায় করে।