Type to search

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা

অন্যান্য

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়কের বেহাল অবস্থার কারণে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন আন্তঃজেলা বাস মালিক ও শ্রমিকরা।  

গত ৫ বছর ধরে বেহাল, গাংনী উপজেলার চোখতোলার ৫ কিলোমিটার সড়ক। যানবাহন চলাচলের অনুপযোগী খানা খন্দে ভরা এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সড়কটি সংস্কার না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়ী করছেন বাস মালিক ও শ্রমিকরা। তারা জানায়, রাস্তা খারাপের কারণে আমরা সময়মত গন্তব্যে পৌঁছাতে পারছি না। খানা খন্দের ফলে যাত্রীদের ভ্রমণ করতেও সমস্যা হচ্ছে। অনেক যাত্রী আমাদের এই রুট ব্যবহার করছে না,এতে আমাদের ব্যবসাও ঠিকমত হচ্ছে না।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, বছরের শুরুতেই সংস্কারের জন্য সাড়ে ৯ কোটি টাকার টেন্ডার দেয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শুরুই করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

মেহেরপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, করোনা মহামারি এবং বন্যার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। তবে তারা আমাদের আশ্বস্ত করেছে আগামী সপ্তাহের মধ্যে তারা কাজ শুরু করবেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, করোনার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

সূত্র, DBC নিউজ