Type to search

মেডিকেলে ভর্তি পরীক্ষায় খুলনার ৫ হাজার শিক্ষার্থীর আসন বিন্যাস

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষায় খুলনার ৫ হাজার শিক্ষার্থীর আসন বিন্যাস

আগামী ১ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য খুলনা মেডিকেল কলেজসহ বাংলাদেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ৫ হাজার পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। আজ বুধবার (১৬ মার্চ) খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ দীন উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার ভেন্যু :

(ক) খুলনা মেডিকেল কলেজ একাডেমিক ভবন ( রোল-২১০০০০১ থেকে ২১০৩০০০ = ৩০০০ জন)।

(খ) খুলনা সরকারী মহিলা কলেজ, বয়রা, খুলনা (রোল-২১০৩০০১ থেকে ২১০৫০০০ = ২০০০ জন)।
পরীক্ষার সময় : সকাল ১০টা থেকে বেলা ১১টা।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ : সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সাড়ে ৯টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সতর্কবার্তা/নির্দেশনা :

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে, প্রতারনার জালে পা না দিয়ে নিবীড়ভাবে পড়াশুনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রর্দশনের জন্য উপদেশ দেয়া যাচ্ছে। ০১ এপ্রিল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে অবশ্যই প্রবেশ করতে হবে এবং সাড়ে ৯টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে হাবে। কেন্দ্রের মূল ফটক সকাল সাড়ে ৮টা থেকে খোলা থাকবে।