তাদের ১০ দিনের রিমান্ড চাইবে র্যাব। এদিকে, ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলালকে আজ রিমান্ডে নেবে এলিট বাহিনী। গতকাল লিয়াকত ও নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
টেকনাফের শামলাপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় সাংবাদিকদের তদন্তকারী কর্মকর্তা জানান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানের দুই হাত উপরে ছিল, কোনো অস্ত্র ছিল না। পরে সংবাদ সম্মেলনে এলিট বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক বলেন, পুলিশের জব্দ রাখা ২৯টি আলামত র্যাবকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।