Type to search

মুজিবর্ষে নড়াইলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যান্য

মুজিবর্ষে নড়াইলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহের ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ মোস্তারী কমপ্রেক্সে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক সাংবাদিক আসাদুর রহমান আসাদ, ব্যাবসায়ী মোঃ ফয়সাল মুস্তারী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ,শিক্ষক ফরহাদ হোসেন, কে এম রাহাদ নেওয়াজ, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাসিমা রহমান পলি, মোনালিসা নিতু, সবুজ সুলতান প্রমুখ। চারণকবি বিজয় সরকারের বাড়ি, অরুণিমা ইকোপার্ক, জমিদার বাড়ি, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, নিশিনাথতলা, শেখ রাসেল সেতু, নলদী কালি মন্দির, ইছামতি ও কালিয়ার পদ্মবিলসহ দুই শতাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি জমা পড়ে। এসব ছবি থেকে বাছায় করে ছয়জনকে পুরষ্কৃত করা হয়। এর আগেও গত ২৮ আগস্ট পরিবেশ-প্রকৃতি বিষয়ক ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে অনুপ্রাণিত করতে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। # ছবি সংযুক্ত

Tags: