Type to search

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশের অভিনব কৌশল

জাতীয়

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশের অভিনব কৌশল

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনায় এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

গণপরিবহন চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাদের মাস্ক আছে তাদের ফুল দিয়ে অভিনন্দন পক্ষান্তরে যারা মাস্ক পরে বের হননি তাদের মধ্যে মাস্ক বিতরন এবং তাদেরকে মাস্ক পরার শপথ করিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের সাত উপজেলার ৩০টি  স্থানে চেকপোস্ট বসিয়ে একযোগে পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচি আগামী সপ্তাহব্যাপী চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ।

সূত্র, DBC বাংলা