Type to search

মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা, হতে পারে কারাদণ্ড

জাতীয়

মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা, হতে পারে কারাদণ্ড

অপরাজেয় বাংলা ডেক্স
 করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাই মাস্ক পরানোর জন্য আরও কঠোর হচ্ছে সরকার। এজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আগেই আমরা বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু শক্ত অবস্থানে যাবে। আমার মনে হয়, ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি সকর্ত হয়নি। তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, জরিমানা হয়ে যাবে ৫০০ টাকা। ”

তিনি বলেন, “বলে দিয়েছি, এখন থেকে সর্বোচ্চ জরিমানা করো। না হলে আমরা আরও নির্দেশনা দেবো। বলেছি সর্বোচ্চ জরিমানা করতে। তারপরে জেলে যেতে হবে। ”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আর কী করবে, না যদি শোনে। আমরা ঝুঁকি নিতে পারব না।  আমাদের যতটুকু সম্ভব করতে হবে। আমরা আর ৭ থেকে ১০ দিন দেখবো, তারপর আরও কঠোর শাস্তির নির্দেশনা দিয়ে দেবো। ”

তিনি বলেন, “যথাসম্ভব বেশি জরিমানা করা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে। ”

 সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *