মালয়েশিয়ার দি স্টার পত্রিকা খবরে জানা যায়, দেশটির সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিল শহরে একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালায় মালয়েশিয়ান পুলিশ। এ সময় বৈধ কাগজ না থাকায় ৩০৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, ১০২ জন বাংলাদেশি, ৮ জন মিয়ারমানের ও ৪ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি জেনেছি। কুয়ালালামপুরে আমাদের মিশন এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।সূত্র, বাংলা ট্রিবিউন