সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার ডাংড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফাহাদ আলম ও তার ছেলে তোরান। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদীতে।
পুলিশ জানায়, শেরপুর থেকে মাইক্রোবাসে করে বাবা-ছেলেসহ অন্তত ১৪জন কিশোরগঞ্জের নিকলীর উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। আহতদের প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শেরপুরের শ্রীবরদী থেকে তারা নিকলী হাওরে বেড়াতে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।