Type to search

মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১

জাতীয়

মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১

ডেস্ক রিপোর্টঃ  নারায়ণগঞ্জে মসজিদে এসির বিস্ফোরণে এক শিশুসহ মোট এগারজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ১ শিশু ও মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার, শেখ হাসিনা বার্ণ ইউনিটের এক চিকিৎসক এ তথ্য  দেন। এছাড়াও দগ্ধ আরও ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজ আদায় করার সময় হঠাৎই মসজিদের ৬টি এসির বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মসজিদের চারপাশে। এতে দগ্ধ হন মসজিদের ইমাম আবদুল মালেক ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেনসহ অর্ধ শতাধিক। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে আগুন লাগার ধারণা করা হলেও, গ্যাসের লিকেজ থেকেও এই দুর্ঘটনা হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । তারা জানিয়েছে, আগুন নেভানোর সময় জমে থাকা পানিতে বুদবুদ দেখা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

গুরুতর দগ্ধদের পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থাই সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক।

সূএ: DBC News

Tags: