মশিয়াহাটীর শিক্ষা-সংস্কৃতির পথিকৃৎ রাইচরণ মজুমদারের ৯৭তম মৃত্যুবার্ষিকী উদ্যাপিত
নেহালপুর প্রতিনিধিঃ মণিরামপুরের মশিয়াহাটীর শিক্ষা-সংস্কৃতির পথিকৃৎ রাইচরণ মজুমদারের ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কনকালিন ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার পোড়াডাঙ্গা গ্রামের রাইচরণ-শরৎ স্মৃতি কমপ্লেক্সে এক মাঙ্গলিক অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাইচরণ মজুমদার ৯৬ গ্রাম অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী নমঃশুদ্র স¤প্রদায়ের শিক্ষা সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। স্মরণসভায় ওই অঞ্চলের উন্নয়নে রাইচরণ মজুমদার শীর্র্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাইচরণ সেবা সংঘের সভাপতি চঞ্চল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্দলী সৈয়দপুর ট্রাষ্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক আশুতোষ বৈরাগী, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল, প্রধান শিক্ষক কমলেশ সরকার, প্রভাষক চিন্ময় কুমার বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা অখিল দত্ত, উৎপল বিশ্বাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।