মনিরামপুর প্রেসক্লাবে দুইজনের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীনের মা মরহুম জাবেদা বেগম এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমানের মামা মরহুম ওয়াদুদ সরদারের অকাল মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার আসরবাদ প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি জি. এম ফারুক আলম। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক-এর পরিচালনায় এ সময় নিহতদের স্মরণে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, মোঃ আব্বাস উদ্দীন, বর্তমান নির্বাহী কমিটির সহসভাপতি প্রভাষক নূরুল হক ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল প্রমুখ। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য ও মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক এম আলাউদ্দীন। উল্লেখ্য আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।