Type to search

মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের জয়-জয়াকার

মনিরামপুর

মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের জয়-জয়াকার

 

জি. এম. ফারুক আলম : মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ১২ হাজার ৪’শ ০৬ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৪ হাজার ২’শ ৭৬। তার প্রতিদ্বন্দি প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ১ হাজার ৬’শ ৭০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রমতে, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরীহীন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ২’শ ৭৬ ভোট, বিএনপি মনোনীত আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৬’শ ৭০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাস্টার আবু তালেব (হাত পাখা) পেয়েছেন ৪’শ ৯০ ভোট।
তবে, এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে যথাক্রমে নির্বাচিত হয়েছেন মোঃ আজিম উদ্দীন, সুমন দাস, বাবুলাল চৌধুরী, মোঃ আদম আলী, মোঃ আসাদুজ্জামান মোড়ল, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ কামরুজ্জামান কামরুল, মোঃ বাবুল অকতার ও আয়ুব হোসেন পাটোয়ারী। এছাড়া ১৫ জন মহিলা সদস্য (সংরক্ষিত) প্রার্থীর মধ্যে নির্বাচিত ৩ জন হলেন অনিমা মিত্র, অপেলা খাতুন ও গীতা রানী কুন্ডু। অনুষ্ঠিত নির্বাচনে ২১ হাজার ৯’শ ৬৫ জন ভোটার ছিলেন।