Type to search

মনিরামপুর  অভয়নগর প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন

অভয়নগর

মনিরামপুর  অভয়নগর প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: যশোর জেলার মনিরামপুরে প্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তি সনাক্ত হওয়াই মনিরামপুর ও অভয়নগর এর প্রধান সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে। অভয়নগর প্রশাষণ ও ২ নং সুন্দলী ইউনিয়ন  চেয়ার ম্যানের উপস্থিতে অভয়নগর ও মনিরামপুর এর মিলন স্থান কুচলিয়া পুলে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়।সেখানে সার্বক্ষণিক দু জন গ্রাম পুলিশ বসিয়ে রাখা হয়েছে। শুধু মাত্র রোগী,ডাক্তার,সাংবাদিকও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ প্রয়োজনে পার হতে পারবেন।