Type to search

মনিরামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনিরামপুর

মনিরামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মনিরামপুর 
সোমবার সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য্যালয়ের সামনে টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু, ডাঃ দিবাকর মন্ডল, ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ মিজানুর রহমান, এইচআই আব্দুল মজিদ ও সুমন হোসেন প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ, এ টিকা ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে দেয়া হবে। ২১ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত টিকাদান কর্মসূচী চলবে বলে তিনি জানান।