Type to search

মনিরামপুরে মেয়র ১০ দিনের রাষ্ট্রীয় যাচ্ছেন

অন্যান্য

মনিরামপুরে মেয়র ১০ দিনের রাষ্ট্রীয় যাচ্ছেন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুর পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান ১০ দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম যাচ্ছেন। শনিবার রাত ১১টায় থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন। প্রথমে থাইল্যান্ড অবস্থান করে পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে সফরে যাবেন।
পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান জানান, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ‘গ্রামকে শহর রুপান্তরিত’ করার প্রশিক্ষণ নেয়াই এ সফরের মুল উদ্দেশ্য। নগর উন্নয়ন, পানি নিস্কাশন ও পৌরশহরকে সুশৃংখল, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর ওইসব দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অধীন প্রশিক্ষণশালায় অংশ গ্রহন করবেন। সফর শেষে আগামী মাসের ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।
এদিকে পৌর সফলভাবে সফর শেষ করে দেশে ফিরতে পারেন সেজন্য মণিরামপুর পৌরবাসীসহ উপজেলাবাসীর কাছে দেশবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।