Type to search

মনিরামপুরে বৃদ্ধকে শাস্তি দেওয়ায় এসিল্যান্ড সাইয়েমা হাসান প্রত্যহার

যশোর

মনিরামপুরে বৃদ্ধকে শাস্তি দেওয়ায় এসিল্যান্ড সাইয়েমা হাসান প্রত্যহার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

ক্ষমতার অপব্যবহার করে তিন বৃদ্ধকে কানধরে উটবাস করানোর অভিযোগে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যহার করা হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রত্যহার করে বিভাগীয় কমিশনারের (খুলনা) কার্য্যলয়ে সংযুক্ত করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চিনাটোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজন ভ্যান চালক, একজন কাঁচামাল ব্যবসায়ী ও বাজার করতে আসা দুইজন প্রবীণ ব্যক্তির মুখে মাক্স না থাকায় কানধরে উটবাস করানো এবং তা নিজের মোবাইলে ধারন করার অপরাধে সাইয়েমা হাসানকে প্রত্যহার করা হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।