মনিরামপুরের নেবুগাতীতে ৮ম প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠিত
শামছুজ্জামান মন্টু,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি কামনা ও মঙ্গল কামনায় মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী গ্রামের ঝিনাইদহ সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইনের বাসভবনে সোনাতন সু্হ্নুৎ সংঘের আয়োজনে গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় ১ম বার্ষিকী ৮ম প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে গত ৬জুলাই মহানামযজ্ঞের সুভ অধীবাস অনুষ্ঠানে ভাগবত আলোচন ছিলেন, শ্রী শ্রী জগনাথ মন্দির, বুড়িতলা ঝিনাইদহের অধ্যক্ষ শ্রীমান ভক্তিরতœদাস ব্রহ্মচারী। ৭জুলাই অরুণোধয় হইতে ৮ম প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামসংকীর্তন নামসুধা পরিবেশন করেন, কুমার সিমার পথের পাগল সম্প্রদায়, নেবুগাতীর ভাই ভাই সম্প্রদায়, বাগেরহাটের বন্ধমুক্তি সম্প্রদায়, যশোরের ভক্ত হরিদাস সম্প্রদায়, নড়াইলের জয়কৃষ্ণ সম্প্রদায় ও রূপদিয়ার রাধাগোবিন্দ সম্প্রদায়। গতকাল ৮জুলাই মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা, মহাপ্রভুর ভোগ আরাধনা ও দ্বি প্রহরে শ্রী শ্রী মহা প্রসাদ বিতরনের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।