Type to search

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় প্রতিমন্ত্রী’র উপকরণ প্রদান

যশোর

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় প্রতিমন্ত্রী’র উপকরণ প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, সিলিন্ডার, ফ্লোমিটার, পালস্ অক্সিমেট্রি মেশিন প্রদান করেছেন। এসব যন্ত্র করোনা পজেটিভ শ্বাসকষ্ট রোগীদের উপকারে আসবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ উপজেলাতেও দিনকে দিন পজেটিভ সনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এদের অনেকেই শ্বাস কষ্ট দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব যন্ত্র দিয়েছেন।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অণুপ কুমার বসু জানান, এখন পর্যন্ত করোনা সন্দেহে এ হাসপাতাল থেকে ৫’শ ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৭১ জন করোনা পজেটিভ। ৫২ জন সুস্থ্য হলেও এখনো ১৯ জন চিকিসাধীন রয়েছে। যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।
ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, সাধারন অক্সিজেন সিলিন্ডারে শ্বাসকষ্ট রোগীদের সেবা দেয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। এ যন্ত্র ব্যবহারে শ্বাসকষ্ট রোগীদের অনেক উপকারে আসবে। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ বলেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয়ের দেয়া এসব যন্ত্র ব্যবহারে করোনা পজেটিভ শ্বাসকষ্ট রোগীদের উপকারে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *