অভয়নগরে ভৈরব নদে নিখোঁজ মহিলার লাশ তিন দিন পর উদ্ধার
স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা চেঙ্গুটিয়ার আলোচিত মালোপাড়া এলাকায় ভৈরব নদ থেকে নিখোঁজ হওয়া রেনু বালা সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে অভয়নগর থানা পুলিশের এএসআই জামিল ভৈরব নদ থেকে ওই মহিলার লাশটি উদ্ধার করে। পুলিশের এএসআই জামিল জানান- মালোপাড়া এলাকার মৃত গুরুদাস সরকারের স্ত্রী, আ.লীগ নেতা বিশ্বজিতের মাতা রেনু বালা সরকার (৭৫) গত শুক্রবার সকালে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলাতে পারেনি পরিবারের লোকজন। নিখোঁজ হওয়ার তিন দিন পর রোববার বিকালে নওয়াপাড়ার বেঙ্গলগেট এলাকার ভৈরব নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দিলে পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। রেনু বালার তিন ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।