ভোলার লালমোহনে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
স্টাফ রিপোর্টারঃ ভোলার লালমোহনে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নে সাড়ে ৯ হাজার পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় এমপি শাওন বলেন, মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় যোগ দেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।