Type to search

ভোলার লালমোহনে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

জাতীয়

ভোলার লালমোহনে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  ভোলার লালমোহনে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নে সাড়ে ৯ হাজার পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় এমপি শাওন বলেন, মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় যোগ দেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

Tags: