Type to search

ভুয়া পত্রিকার ভুয়া সাংবাদিক রফিকুলের ষড়যন্ত্রমূলক মামলাসহ অপপ্রচারের বিরুদ্ধেখোকন হুজুরের সংবাদ সম্মেলন

নড়াইল

ভুয়া পত্রিকার ভুয়া সাংবাদিক রফিকুলের ষড়যন্ত্রমূলক মামলাসহ অপপ্রচারের বিরুদ্ধেখোকন হুজুরের সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি
জেলার আগদিয়া গ্রামের আব্দুর রউফ ওরফে খোকন হুজুরের বিরুদ্ধে ভুয়া
পত্রিকার ভুয়া সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের ষড়যন্ত্রমূলক মামলাসহ মিথ্যা
অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আগদিয়া
জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খোকন হুজুর বলেন,আমি ধর্মীয় সেবা
দেয়ার পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা প্রদান করে আসছি। আমার চিকিৎসা সেবা
কিংবা ধর্মীয় সেবা নিয়ে কেউ কোন প্রকার ক্ষতির সম্মূখীন হয়েছেন তার কোন
নজীর কেউ বলতে কিংবা দেখাতে পারবেন না।


তিনি আরো বলেন, গত ১৩ জানুয়ারি সাংবাদিক পরিচয় দিয়ে ভুয়া সাংবাদিক মোঃ
রফিকুল ইসলাম আগদিয়াস্থ আমার সেবাকেন্দ্রে এসে আমাকে নানাভাবে ভয়ভীতি
প্রদান পূর্বক আমার কাছে টাকা দাবি করে।আমি টাকা দিতে অস্বীকার করলে তখন
তারা আমার উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ভুয়া সাংবাদিককে
সদর থানায় নিয়ে যায়। ঘটনা উল্লেখ করে আমি থানায় চাঁদাবাজি মামলা করি। আমি
প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
খোকন হুজুর আরো বলেন নাম-নিবন্ধনহীন অনলাইন ও পত্রিকার কার্ড নিয়ে
সাংবাদিকতাকে হাতিয়ার বানিয়ে কতিপয় কিছু দুষ্কৃতিকারীর অপপ্রচারে আমরা আজ
অতিষ্ঠ। প্রতিনিয়তই মুঠো ফোনে একেকজন এক এক রকম প্রশ্ন করছেন। এমন এমন
পত্রিকা বা অনলাইনের নাম বলেন, যা কোন দিনই শুনিনি বা দেখিনি। এদের মধ্যে
কে সঠিক বা কে বেঠিক আমরা বুঝতে পারছি না।
আজকে আমরা- আপনারা যারা মূলধারার সাংবাদিকতার সাথে আছেন আপনাদের আমন্ত্রণ
জানিয়েছি এই জন্য, আপনারা আমাদের ব্যাপারে যা যা জানতে চান জানতে পারেন।
আমি আপনাদের কাছে আমার চিকিৎসা সেবা দেওয়ার সকল বৈধ সনদ ও শিক্ষাগত
যোগ্যতার সনদ এর সংযুক্তি দিচ্ছি। আপনারা যাচাই-বাছাই করে দেখুন এবং সত্য
লিখুন। সাথে সাথে আরো আবেদন করছি সাংবাদিকতার নামে যারা আমাদের বিরুদ্ধে
এই অপপ্রচার করছে তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের লেখনিতর মাধামে
রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলে মূল ধারার সাংবাদিকতাকে আরো বেগবান করে
তুলবেন বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে এইচএম সিরাজ,এইচএম আহসান বিপ্লব,মুফতি সাজিদুর রহমান,
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি এসএম খানজাহান,
সেক্রেটারি জনক কুমার দাস,ডা: এসএম নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত
ছিলেন।