ভালো থেকো বিথীকা
ভালো থেকো বিথীকা
মোঃ ফাহাদ হোসেন
মেঘের কালো রঙে আর বৃষ্টির মিষ্টি জলে আমাকে হারিয়ে ফেলো, ধুয়ে ফেলো। কাল বৈশেখের আচমকা ঝড়ে কিংবা শ্রাবণের ঢলে আমাকে উড়িয়ে দিও, ভাসিয়ে দিও। সকালের রক্তিম সূর্যের রাঙাতে নতুবা সন্ধ্যের দিবা বিদায়ে আমাকে পুড়িয়ে দিও, আঁধারে ছুড়ে ফেলো। আমাকে ভুলে ভালো থেকো তুমি। চঞ্চুতে লেগে থাকা শিশিরজল মুছে ফেলো। মুছে ফেলো আঙুলের চাপ আর নি:শ্বাসের তাপ নখে লেগে থাকা চামড়ার খোসা আর কালো কেশের ছোঁয়া। মুছে দিয়ে ধুয়াকুন্ডলীর বিষাক্ত বাতাস ভেলকিবাজের সত্য-মিথ্যার গল্প আর গ্রীবার তিলে আমার স্পর্শগুলো সব, সব মুছে দিয়ে ভালো থেকো। নিন্দার বিষে নয়তো বা আগুনের ফুলকিতে আমাকে মেরে ফেলো, ঝলসিয়ে দিও। ঝরে পড়া গোলাপের পাপড়িতে আর শিউলির বিদায়ে আমার স্মৃতি ঝরিয়ে ফেলো, ঝরিয়ে দিও। নিশীথের কান্নার সাথে অশ্রুর নোনাজলে আমাকে ভুলে যেও, ভাসিয়ে দিও। আমাকে মুছে ফেলো হৃদয়ের ফ্রেম থেকে রক্ত চোখের দূরবীনের লেন্স থেকে কুয়াশা ভর মিষ্টি সকাল আর প্রজাপতির পাখা থেকে আমাকে মুছে ফেলো, আমাকে মুছে ফেলো। আমাকে মুছে ফেলো কোকিলের গান থেকে তোমার বিরহী মান আর ঝিলিকের হাসি থেকে আমাকে মুছে ফেলো দোয়েলের শিস থেকে। মুছে ফেলো জোয়ারের গানে আর ভাটির কান্নায়। ঝিঙে ফুলের হলুদ আর লাউ ডগার আঁকশি থেকে আমাকে সরিয়ে দিও, দূর বহুদূরে ছুড়ে দিও। কদমের ডাল নয়তো মাধবী লতার ডগা থেকে আমাকে ভেঙে দিও, ছিঁড়ে দিও। দুর্বা ঘাসের পাতা আর পাহাড়ের চূড়া থেকে আমাকে তাড়িয়ে দিও, ফেলে দিও। আমাকে মুছে ফেলো কবিতার পাতা থেকে গল্পের মায়া আর উপন্যাসের খন্ড গল্প থেকে। আমাকে মুছে ফেলো তোমার মায়ার চাহনি থেকে উদাস মনের ভাবনা আর উর্বশীর হাসি থেকে আমাকে হারিয়ে ফেলো, হারিয়ে ফেলো। আমাকে হারিয়ে ফেলো ঝিঁঝিঁ পোকার গান থেকে একতারার সুর আর দোতারার তাল থেকে একুশের গান, আর বাইশে শ্রাবণের কান্না থেকে। আকাশের নীল থেকে ঝর্ণার প্রবাহ থেকে আমাকে মুছে ফেলো, বিচ্ছিন্ন করে দিও। গাঙচিলের ডানা থেকে লেবু পাতার গন্ধ থেকে আমাকে সরিয়ে দিও, নিস্তব্দ করে দিও। তোমার ফাগুনের ফুল আর চৈতালী হাওয়া থেকে আমাকে মুছে দিও, আমাকে উড়িয়ে দিও। আমাকে ভুলে থেকো অন্য গানে অন্য কাননের মুকুলের মাতাল গন্ধে। আমাকে ভুলে থেকো সন্ধ্যে রাতের তালপুকুর বাদলের ধারা মেঘের কান্না ঝর্ণার নদী পাঁকা ধানের রঙ আর কাঁচা ধানের গন্ধ থেকে। ভুলে থেকো সবুঝ পাতা আর বকের সাদা পালক থেকে ভুলে থেকো বরফের শুভ্রতা কিংবা তৃষ্ণার জল থেকে। ভুলে থেকো, আমাকে ভুলে ভালো থেকো বিথীকা। আসিফ ইকবাল আরিফ শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।