Type to search

ভারতের অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ’

আন্তর্জাতিক

ভারতের অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ’

অনলাইন ডেস্কঃ  লাদাখ নিয়ে উত্তেজনার মধ্যেই ফের ভারতের অরুণাচলকে নিজেদের অংশ দাবি করেছে চীন। টাইমস অব ইন্ডিয়া বলছে, এক বিবৃতিতে প্রদেশটিকে দক্ষিণ তিব্বতের অংশ ঘোষণা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান জানান, বেইজিং কখনোই অরুণাচলকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি ৫ ভারতীয় নাগরিক অরুণাচল থেকে নিখোঁজ হলে তাদের মরদেহ চীন সীমান্তে পাওয়া যায়। প্রদেশটিতে প্রায় ১৮ লাখ মানুষের বাস।

অরুণাচলের উত্তর-পূর্ব অঞ্চলে চীন এবং ভারতকে বিভক্ত করেছে। এদিকে, চীনা বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে পূর্ব লাদাখের প্যাং গং লেকের বেশ কিছু এলাকায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত। লাদাখের চুশূলের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থানও দৃঢ় করেছে দিল্লি।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *