Type to search

বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

অপরাধ

বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৫ নং কুটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রাম থেকে পাঁচ বোতল বিদেশী মদসহ মানিক বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মণিরামপুরের নেহালপুর ফাঁড়ি পুলিশের একটি চৌকস টীম । গ্রেফতারকৃত মানিক বিশ্বাস উক্ত উপজেলার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মনিরামপুর থানার নেহালপুর ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে সুজাতপুর গ্রামে আসামির বাড়িতেঅভিযান পরিচালনা করে পাঁচ বোতল বিদেশি মদসহ আসামি মানিককে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে নেহালপুর ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকাবাসী জানান মানিক দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য চোরাচালান কারবারির সাথে জড়িত।