Type to search

বেনাপোলে যাত্রীর পেটে মিলল ৫টি সোনার বার

যশোর

বেনাপোলে যাত্রীর পেটে মিলল ৫টি সোনার বার

যশোরের বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী এক যাত্রীর পেটের ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ১১টার দিকে ভারতে প্রবেশের সময় ওই যাত্রীকে আটক করা হয় বলে বেনাপোল শুল্কভবনের শুল্ক দপ্তরের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান।

আটক ৩৫ বছর বয়সী ইব্রাহিম ব্যাপারী মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

শায়েখ আরেফিন জাহেদী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে সন্দেহভাজন ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন।

“পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি সোনার বার পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার ওজন ৫৮৩ গ্রাম; যার বাজারমূল্য ৪২ লাখ টাকা বলে জানান তিনি।

ইব্রাহিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে; আর সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান শায়েখ আরেফিন জাহেদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up