বেদখল থেকে জমি উদ্ধারের দাবীতে হরিরামপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিটকা বাজার প্রকল্প কার্যালয় এর নিজস্ব জায়গা ও স্থাপনা বেদখল এবং তা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঝিটকা বাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিটকা ও হরিরামপুর উপজেলা কমান্ডের আয়োজনে তাদের দাবিকৃত ভূমির সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝিটকা বাজার প্রকল্প কার্যালয়ের নিজস্ব জায়গা দখল করে সেখানে অবৈধভাবে বহুতলা ভবন নির্মাণ করছেন ভবন মালিক। মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ জানিয়ে তাদের জমির দখল দাবি করেন। এ সময় হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন হারুন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন সোনা মিয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।