
ডেস্ক রিপোর্টঃ পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয় থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন। জানান উপকূলে বনায়ন বঙ্গবন্ধু শুরু করেছিলেন। একারণে বড় বড় ঘূর্ণিঝড় দেশে আঘাত হানার আগেই দুর্বল হয়ে যায়। প্রকৃতির উপর মানুষের অত্যাচার বন্ধ হলেই প্রকৃতি নির্মল হবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।