দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে শুনানি শেষে এদিন ধার্য করা হয়।
এর আগে সোমবার উচ্চ আদালতে আসামিপক্ষের করা এ সংক্রান্ত শুনানি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন বিচারক।
গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরারের বাবার করা হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র, DBC বাংলা