Type to search

বিশ্বে করোনায় আক্রান্ত দুই কোটি ৫৬ লাখ ৫৮ হাজারের বেশি

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত দুই কোটি ৫৬ লাখ ৫৮ হাজারের বেশি

অনলাইন ডেস্কঃ  বিশ্বে করোনায় আক্রান্ত দুই কোটি ৫৬ লাখ ৫৮ হাজারের বেশি। প্রাণ গেছে আট লাখ ৫৫ হাজারের। ধাক্কা সামলে স্কুল খুলে দিয়েছে এশিয়া, ইউরোপ, বলকান ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ।

স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ক্লাস শুরু হলেও বেশিরভাগ জায়গাতেই শিক্ষার্থী উপস্থিতি ছিলো একেবারেই কম। সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে নিউইয়র্কের মেয়র।

যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। ব্রাজিলে একদিনে ৪২ হাজার শনাক্ত হয়েছে। মেক্সিকোতে আক্রান্ত ছয় লাখ ছাড়িয়েছে। এদিকে, ভ্যাকসিনের ন্যায্য বন্টন নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Tags:

You Might also Like