Type to search

বিশ্বসেরা আলোকচিত্র পুরস্কার বাংলাদেশের বিপ্লবের

জেলার সংবাদ বাংলাদেশ

বিশ্বসেরা আলোকচিত্র পুরস্কার বাংলাদেশের বিপ্লবের

  

 

অপরাজেয় বাংলা ডেক্স : শখে ক্যামেরা হাতে নেয়া। তারপর বিশ্ব জয়। আবার শখেই খামার শুরু করে হয়েছেন সফল ব্যবসায়ী। বগুড়ার তরুণ উদ্যেক্তা তৌহিদ পারভেজ বিপ্লব।

৩৪টি দেশের এক লাখ ফটোগ্রাফির মধ্যে, উইকিপিডিয়া আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার প্রথম পুরস্কার জিতেছেন বিপ্লব। এছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মস্কো, তুরস্ক, সার্বিয়াসহ ছবি প্রতিযোগিতায় তাঁর রয়েছে আরো পুরস্কার।

কখনো সুন্দরবন-কখনো নদী-সাগর। জলে-জঙ্গলে দিনের পর দিন রাতের পার। উদ্দেশ্য একটা আলোকচিত্র। ছোটবেলার শখ এখন এমনই নেশায় পরিণত হয়েছে বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের কাছে।

বিপ্লবের তোলা মান্দার গাছের টকটকে লাল ফুলের মধ্যে ধুসর রঙের তিনটি ‘কাঠ শালিক’র খেলা ছবিটি গত বছর আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকিলাভে বিশ্বসেরা ছবি হিসেবে ঘোষণা করা হয়। ৩৪টি দেশ থেকে পাঠানো লাখো ছবির মধ্যে বিপ্লবের আরো দু’টি ছবি অর্জন করে চতুর্থ ও সপ্তম স্থান।

উদ্যোক্তা ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব বলেন,’অনেকগুলো এ্যাওয়ার্ড পেয়েছি। রিসেন্টলি পেয়েছি ইতালিতে। এর আগে স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা। সবগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে, সেটা হলো উইকিপিডিয়া আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার প্রথম পুরস্কার। সারা পৃথিবীর মধ্যে প্রথম হওয়াটা। এটা আমরা জন্য এবং দেশের জন্যও অনেক গর্বের।’

নিজ শহর বগুড়ায় প্রতিষ্ঠা করেছেন একটি ফটোগ্রাফি ক্লাব। শুধু শখ পূরণই নয়, পেশাদার ফটোগ্রাফার হিসেবেও কাজ করছেন বিপ্লব। তিনি আরও বলেন,’যারা ফটোগ্রাফীকে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য একটা বড় মার্কেট ক্রিয়েট হয়েছে। যেমন আমি বলি, ডকুমেন্টারি ফটোগ্রাফী, জার্নালিজম, মডেল ফটোগ্রাফী।’

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে দেশে ফিরে তরুণ এই উদ্যোক্তা শখের বশেই পালতে শুরু করেন কয়েকটি গরু! সেখানও আসে সফলতা। দেশি-বিদেশি উন্নত জাতের ১৪০ টি গরুর খামার এখন তার। উদ্যোক্তা ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব বলেন,’গরুর ফার্মটিকে আমি আসলে শখে করেছিলাম। এখন আমি এটাকে মোটামুটি বড় আকারে করে ফেলেছি। এটা আমার শখ থেকে করা। শখের জিনিসকে যদি পেশা হিসেবে নেয়া যায়, তার থেকে ভালো কিছু আসলে হতে পারে না।’

নতুন উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ-প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতাও করে যাচ্ছেন এ বিপ্লব।সূত্র,ডিবিসি নিউজ